ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে কলেজছাত্রীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
রাজধানীতে কলেজছাত্রীর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর তেজগাঁও থানার পূর্ব রাজাবাজার এলাকায় তৃণা মারিয়া ম্যান্ডেজ (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তৃণা মারিয়া নোয়াখালী সদর উপজেলার পল ও শিরিন ম্যান্ডেজ দম্পতির একমাত্র মেয়ে।

তিনি পরিবারের সঙ্গে পূর্ব রাজাবাজার এলাকার ২৯/আই/১ নম্বর বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকতেন। ফার্মগেট হলিক্রস কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তৃণার মা শিরিন বাংলানিউজকে জানান, তিনি গৃহিণী ও তৃণার বাবা ধানমন্ডিতে একটি কফি শপে চাকরি করেন। বুধবার তৃণার বাবা বাসায় ছিলেন না। বিকেলে তিনি পড়ালেখার জন্য মেয়েকে বকাঝকা করেন। এরপর তিনি কাজের জন্য বাসার বাইরে যান। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসায় ফিরে তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তৃণাকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।