ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামপুরের মৃত শিশুর পরিচয় শনাক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
শ্যামপুরের মৃত শিশুর পরিচয় শনাক্ত

ঢাকা: রাজধানীর শ্যামপুরের একটি বাসার ছাদের পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া শিশুটির পরিচয় শনাক্ত হয়েছে। মৃত শিশুটির নাম নিহাদ ইসলাম (৩)।



বুধবার (২৪ বুধবার) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তার স্বজনরা শিশুটির পরিচয় শনাক্ত করেন। শিশুটির বাবার নাম মো. হানিফ। তাদের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বেংহাড়ী গ্রামে। হানিফ ও নার্গিস বেগম দম্পতির একমাত্র ছেলে নিহাদ। থাকতেন গাজীপুর বোর্ড বাজার শহীদ সিদ্দিক রোডের একটি বাড়িতে। বাবা-মা দুই জনেই সোয়েটার কারখানার শ্রমিক।

ঢামেক হাসপাতাল মর্গে শিশুটির বাবা মো. হানিফ জানান, টেলিভিশনে সংবাদের মাধ্যমে শ্যামপুরে শিশুর মরদেহ উদ্ধারের খবর পাই। এরপর থানায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে বুধবার মর্গে এসে আমার ছেলের মরদেহ শনাক্ত করি। তার কোমরে একটি সুতার সঙ্গে চাবি ও ঘন্টি বাধা ছিলো। সেগুলোও দেখতে পেয়েছি।

তিনি জানান, গাজীপুর বোর্ড বাজার শততা সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করে শিশুটির মা নার্গিস। প্রতিদিন মা তাকে সঙ্গে করে সেই কারখানায় নিয়ে যেত। গত ২০ ফেব্রুয়ারি সকালে কারখানায় নিয়ে যায় তাকে। এরপর তিনি কারখানার ভেতরে কাজ করতেছিল ও শিশুটি কারখানার কেচি গেটের সামনে দাঁড়িয়ে ছিল। ওইদিন ২০ ফেব্রুয়ারি সেখান থেকে মাস্ক পরা এক ব্যক্তি শিশুটিকে কোলে তুলে নিয়ে যায়। পরবর্তী সিসি ক্যামেরা দেখে এ ঘটনা জানতে পারেন তারা। ওই দিন দুপুরেই তারা গাজীপুর জেলার একটি থানায় অভিযোগ দেয়। এরপর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।

শিশুটির মামা সাদ্দাম হোসেন জানান, এলাকায় তাদের সঙ্গে কারোরই কোনো দ্বন্দ্ব নেই। শিশুটি কি কারণে কারা অপহরণ করেছে এ বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। আমরা এই ঘটনায় অপরাধীর বিচার চাই।

এদিকে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান জানান, বুধবার স্বজনরা মরদেহটি শনাক্ত করেছে। গতকালকেই মরদেহটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এখন মরদেহটি তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। বিস্তারিত তদন্ত চলছে। আশা করি খুব দ্রুত গ্রেফতার করতে পারব।

এদিকে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, এটি একটি হত্যাকাণ্ড। শিশুটির পরিবার থাকে গাজীপুর মরদেহ পাওয়া গেলো ঢাকার শ্যামপুরে বিষয়টা খুবই স্পর্শ কাতর। সেটা বের করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আরও পড়ুন..

**শ্যামপুরে শিশুর মরদেহ উদ্ধার

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।