ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীর স্টার লাইন ফুড প্রোডাক্টস কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
ফেনীর স্টার লাইন ফুড প্রোডাক্টস কারখানায় আগুন

ফেনী: ফেনীর কাশিমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের ভয়াবহতা বেড়েছে।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক পুর্ণচন্দ্র মুদসুদ্দী বাংলানিউজকে জানান ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়াসহ জেলার সবগুলো ইউনিট আগুন নেভাতে কাজ করছে। এছাড়া চৌমুহনীসহ জেলার আশপাশের ফায়ার সার্ভিসের আরও সহযোগিতা পেতে খবর দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রতিষ্ঠানের অভ্যন্তরে কার্টন কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন মূল কারখানায় ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাচ্ছে না।

বুধবার রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান উপ-সহকারী পরিচালক পুর্ণচন্দ্র।


বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।