সিরাজগঞ্জ: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে বসন্ত উৎসব উদযাপন করেছে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে পঞ্চকবির গানে গানে বসন্তবরণ করেন শিল্পীরা।
এর আগে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জান্নাত আরা তালুকদার হেনরীর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মেদ, খাজা ইউনুস আলী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. হোসেন রেজা, সিরাজগঞ্জ প্রেসক্লাব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহম্মেদ প্রমুখ।
পরে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের শিল্পীরা পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ ও দিজেন্দ্রলাল রায়ের গান পরিবেশন করে বসন্ত উৎসব উদযাপন করেন।
বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
আরআইএস