ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নওগাঁ: নওগাঁয় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহাগ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।  এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শহরের কাঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহাগ বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহারের মহসিন আলীর ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোরওয়াদী বাংলানিউজকে জানান, সোহাগ রাতে অটোরিকশা করে নওগাঁ থেকে সান্তাহার যাওয়ার পথে কাঠালতলী এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। এতে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি সোরওয়াদী।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।