ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বনানীতে ছুরিকাঘাতে কিশোর খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
বনানীতে ছুরিকাঘাতে কিশোর খুন

ঢাকা: রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে শাকিল (১৪) নামে এক কিশোর খুন হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে বানানী স্টার কাবাবের পাশে রাস্তায় এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে মহাখালি আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি)  সকালে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াসিন হোসেন বাংলানিউজকে জানান, শাকিল নামের ওই কিশোর পরিবারের সঙ্গে বনানীর কড়াইল বস্তিতে থাকে। গতরাতে বনানী স্টার কাবাবের পাশে ৪-৫ জন যুবক তার বুকে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি জানান, এই ঘটনায় স্বজনরা একটা মামলা দায়ের করছেন। বিস্তারিত তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নিহত শাকিলের বাবা জসিম বাংলানিউজকে জানান, তাদের বাড়ি কুমিল্লার বরুরা উপজেলা। কড়াইল বস্তিতে নিজেদের বাড়িতে থাকেন তারা। দুই ভাইয়ের মধ্যে ছোট শাকিল স্থানীয় একটি স্কুলে পড়তো। গতকাল রাতে কয়েকজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে। কারা, কি কারণে তাকে খুন করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি জসিম।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।