ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে ইফার নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
বঙ্গবন্ধুর সমাধিতে ইফার নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নবনিযুক্ত মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

 

পরে বঙ্গবন্ধু ও ’৭৫ এর ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে করেন তিনি। এরপর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লেখে স্বাক্ষর করেন।  

এ সময় গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মশিউর রহমান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি শেখ রুহুল আমিন, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইফার পরিচালক আনিসুজ্জামান সিকদার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম, ইফা গোপালগঞ্জের সহকারী পরিচালক মাসুদুল হক লাবিব, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, গোপালগঞ্জ ইমাম ও মোয়াজ্জেম কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওহাব, টুঙ্গিপাড়া উপজেলা ইমাম ও মোয়াজ্জেম কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।