ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু রবিউল্লাহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল্লাহ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রবিউল্লাহ ওই গ্রামের মৃত আ. হাইয়ের ছেলে। তিনি পাওয়ারলুম ব্যবসায়ী ছিলেন।  

জানা গেছে, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমান-উল্লাহ আমানের ছোট ভাই রবিউল্লাহ দুপুরে তাদের পাওয়ারলুম কারখানা পরিদর্শনে যান। এক পর্যায়ে তার একটি হাত মেশিনে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপর একটি মেশিনের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে শ্রমিক ও স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশরাফুল আমিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

গোপালদী পল্লী বিদ্যুতের ডি জি এম কামাল হোসেন জানান, আগে থেকে পাওয়ারলুম মেশিন বিদ্যুতায়িত ছিল, যার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।