ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে ৪ ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
মুন্সিগঞ্জে ৪ ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: ফসলি জমির মাটি ব্যবহারসহ বিভিন্ন অপরাধের দায়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানে চারটি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বালুরচর ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ।

অভিযানে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা অংশ নেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ বাংলানিউজকে জানান, সিরাজদিখানে দীর্ঘদিন ধরে ইটভাটাগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। আইন অমান্য করে কৃষি জমির মাটি কাটা ও ছাড়পত্র ছাড়াই ভাটাগুলো ইট তৈরি করছিল। ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ন্যাশনাল ব্রিকসের মালিক লিয়াকত আলিকে ২ লাখ, এমএস মক্কা মদিনা ব্রিকসের মালিক কোরবান আলিকে ২ লাখ, এমএস মামা ভাগিনা ব্রিকসের মালিক রাজিব মোল্লাকে ৩ লাখ, এমএস আকবরনগর ব্রিকসের মালিক ইকবাল হোসেনকে ৪ লাখ টাকাসহ মোট ১১ টাকা জরিমানা করা হয়। এসব ভাটার প্রস্তুত অনেক ইট ফায়ার সার্ভিসের সদস্যরা বিনষ্ট করেছে। অবৈধভাবে ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।