ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ডিসির মোবাইলে মেসেজ দিয়ে ল্যাপটপ পেলেন মনোয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
ডিসির মোবাইলে মেসেজ দিয়ে ল্যাপটপ পেলেন মনোয়ার

পটুয়াখালী: পটুয়াখালীতে জেলা প্রশাসকের (ডিসি) মোবাইলে ল্যাপটপ চেয়ে মেসেজ দেওয়ার পর নিজের হাতে ল্যাপটপ বুঝে পেয়েছেন শারীরিক প্রতিবন্ধী মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী তার সম্মেলন কক্ষে মনোয়ারের কাছে ল্যাপটপটি হস্তান্তর করেন।

মনোয়ার পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের সন্তান। জন্ম থেকেই মনোয়ার শারীরিকভাবে প্রতিবন্ধী। এ কারণে তিনি নিজে চলাচল করতে পারেন না। তবে এরই মধ্যে তিনি বিএ (পাস) সম্পন্ন করেছেন।

তিনি সরকারের আইসিটি ডিভিশনের মাধ্যমে এলইডিপি থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি সিআরপি বরিশাল ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তবে মানোয়ারের একটি ল্যাপটপ না থাকায় তিনি তার প্রশিক্ষণ কাজে লাগিয়ে কোনো অর্থ আয় করতে পারছিলেন না।

এমন পরিস্থিতিতে কয়েকদিন আগে পটুয়াখালীর জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর অফিসিয়াল মোবাইল ফোনে মনোয়ার তার অসহায়ত্ব এবং প্রয়োজনের কথা জানিয়ে একটি মেসেজে পাঠান।

এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজ নিয়ে বৃহস্পতিবার মনোয়ারকে তার পরিবারের সদস্যদের উপস্থিততে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ্যাসার ১০ জেনারেশনের একটি ল্যাপটপ হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন দুর্বার গতিতে এগিয়ে চলছে। সব মানুষ এই উন্নয়নে অংশীদার হচ্ছে। কোনো মানুষ কর্মহীন থাকবে না। এ কারণেই সুবর্ন নাগরিক মনোয়ার হোসেনকে ফ্রিল্যান্সিং করার জন্য একটি ল্যাপটপ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।