ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীর মৃত্যু

বরিশাল: বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কাঠেরঘর নামক স্থানে পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে আহত যাত্রী মাহফুজা আক্তার মারা গেছেন। এছাড়া গুরুত্বর আহতাবস্থায় দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

তারা হলেন-ফার্মেসি ব্যবসায়ী সাইদুল ইসলাম, তার স্ত্রী রোকসানা বেগম। তারা বাকেরগঞ্জ উপজেলার কালকি গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন-বরিশাল নগরীর বিএম কলেজ রোড এলাকার বাসিন্দা সিএনজি চালক রানা ও আহত রোকসানা বেগমের বোন মাহফুজা আক্তার।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে চালক রানা মারা গেছেন। বাকি দুইজনের অবস্থাও সঙ্কটাপন্ন। দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক পালিয়ে যায়। তবে দু’টি গাড়িই পুলিশি হেফাজতে রয়েছে।

আহত রোকসানা বলেন, বুকে ব্যথা অনুভব করায় সন্ধ্যায় বরিশালে চিকিৎসক দেখাতে গিয়েছিলেন। ফিরার পথে এ দুর্ঘটনা ঘটে। আমি সিএনজিচালককে অনেকবার বলেছি আস্তে চালাতে। কিন্তু কোনো কথা শোনেনি।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে দায়িত্বরত কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা বলেন, গুরুত্বর আহত তিনজনের মধ্যে সাইদুলের ডান হাত ও ডান পা, তার স্ত্রী রোকসানার দুই পা এবং শ্যালিকা মাহফুজার বাম পা ও হাত ভেঙে গেছে। তাদের মধ্যে দুইজনের অবস্থাই গুরুত্বর। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় রাতেই তাদের ঢাকায় পাঠানো হয়েছে। পথিমধ্যে মাওয়া ফেরিঘাটে মাহফুজা মারা যান।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।