ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চকবাজারে ভুয়া র‌্যাব আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
চকবাজারে ভুয়া র‌্যাব আটক আটক ভুয়া র‍্যাব

ঢাকা: রাজধানীর চকবাজার এলাকা থেকে মো. ফরহাদ (৩০) নামে এক ভুয়া র‌্যাবকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।  

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব- ১০ এর একটি দল রাজধানীর চকবাজার থানার মৌলভীবাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানে এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি র‌্যাবের জ্যাকেট, একটি মোবাইল ফোন ও ১০ হাজার টাকা জব্দ করা হয়।  

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি একজন ভুয়া র‌্যাব পরিচয়দানকারী। সে দীর্ঘদিন যাবত চকবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় র‌্যাবের মতো জ্যাকেট পরে ও র‌্যাব পরিচয়ে মোবাইল কোর্টের হুমকি দিয়ে বিভিন্ন কসমেটিক দোকানদারদের থেকে চাঁদা দাবি করে আসছিলেন। আসামির বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এমএমআই/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।