ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
কুষ্টিয়ায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় মরিয়ম (১৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত মরিয়ম কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যানপুর কামারপাড়া এলাকার পারভেজ আলীর স্ত্রী।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন, মরিয়মের শশুর বাড়ির লোকজনের দাবি পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন। অপরদিকে নিহতের বাবার রুহুল আমিনের অভিযোগ মরিয়মকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।