ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক আরোহী।

তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া বাজারের অদূরে মহেশখালীপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতররা হলেন-উপজেলার বরইতলী ইউনিয়নের মধ্যম বানিয়ারছড়া গ্রামের নেজাম উদ্দিনের ছেলে আবদুল ওয়াহাব ছোটন (২২) ও কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া গ্রামের আমির হোসেনের ছেলে শামশুল আলম (২৩)। আহত হয়েছেন রামুর গর্জনিয়া এলাকার মো. হোসেনের ছেলে ফারুক (১৮)।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘চকরিয়া ও রামুর তিন যুবক মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী উপজেলা পেকুয়ায় যাচ্ছিলেন। বাড়ি থেকে রওনা দিয়ে মহাসড়কে উঠে বানিয়ারছড়া স্টেশনের অদূরে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুই যুবকের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ‘ট্রাকটি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।