ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ১, ২০২১
চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রবিন হোসেন (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (০১ মার্চ) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রবিন ওই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল রবিন। এ সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহানা আহমেদ বাংলানিউজকে বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই রবিনের মৃত্যু হয়েছে।  

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বাংলানিউজকে জানান, শিশুটির মরদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।