ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘যুক্তরাষ্ট্রের নেতারা আল জাজিরার প্রসঙ্গ তোলেননি’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ১, ২০২১
‘যুক্তরাষ্ট্রের নেতারা আল জাজিরার প্রসঙ্গ তোলেননি’

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে সে দেশের বিভিন্ন নেতার সঙ্গে আলাপ হলেও কেউই আল জাজিরার প্রতিবেদনের প্রসঙ্গে কোনো কথা তোলেননি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।  

সোমবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. এ কে আব্দুল মোমেন একথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ও সিনেটরদের সঙ্গে নানা বিষয়ে আলাপ হয়েছে। তবে কেউই আল জাজিরার প্রতিবেদন প্রসঙ্গে কোনো কথা তোলেননি।  

তিনি জানান, ভয়েস অব আমেরিকা, আমেরিকার সময়, আমেরিকা প্রতিদিন, আমেরিকার বাংলাটিভিসহ আরো দু’একটা টিভি এটা নিয়ে প্রশ্ন করেছে। আমরা বলেছি, আল জাজিরা একটা নাটক লিখেছে। তবে তারা নাটকে এত ভুল তথ্য দিয়েছে যে তা একেবারেই বেমানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন তিন দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার ঢাকায় ফিরেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মার্চ ১, ২০২১
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।