ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ থেকে সব বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ১, ২০২১
চাঁপাইনবাবগঞ্জ থেকে সব বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: পূর্ব ঘোষণা ছাড়াই চাঁপাইনবাবগঞ্জ থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতি।

তবে কী কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে ? এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাতে পারেননি প্রশাসন এবং সংশ্লিষ্টরা।

 

জানা গেছে, মঙ্গলবার (০২ মার্চ) রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই মূলত প্রশাসনের অঘোষিত নির্দেশে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

এতে গন্তব্যস্থলে যেতে না পারায় চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে যাত্রী সাধারণকে।

ভুক্তভোগীরা বাংলানিউজকে জানান, সোমবার (০১ মার্চ) ভোর থেকে যথারীতি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী আন্তঃজেলা সার্ভিসের বেশ কিছু বাস ছেড়ে যায়, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় সব রুটে বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা সাধারণ যাত্রীরা। ফলে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা, মিশুক, সিএনজি করে যাত্রীদের যেতে দেখা গেছে। সোমবার সকাল ১১টার দিকে শহরের বিশ্বরোড মোড়ে চেকপোস্ট বসায় পুলিশ। এর পরই পুরোপুরি বন্ধ হয়ে যায় বাস চলাচল।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বাংলানিউজকে বলেন, পুলিশের বাধায় বাস চলাচল বন্ধ হয়নি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ জেলার বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়েছে। যানবাহন চলাচলে কোনো প্রতিবন্ধকতা বা সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টির উদ্দেশে নয়।

তবে কেন বাস চলাচল বন্ধ রাখা হয়েছে? এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট কিছু না বললেও জেলা বাস মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এফ এম লুৎফর রহমান ফিরোজ বাংলানিউজকে বলেন, মঙ্গলবার পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। তবে রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে যোগদান বাধাগ্রস্ত করতেই বাস চলাচল বন্ধ করা হয়েছে বলে মনে করছেন বিএনপির একাধিক নেতা। যদিও এ নিয়ে সরাসরি কথা বলতে রাজি হননি কেউ-ই।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।