ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনারমোড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (৫ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

আনোয়ারা ওই এলাকার আফতাব আলী গাজীর স্ত্রী।  

প্রত্যক্ষদর্শী গৌরপদ মণ্ডলসহ স্থানীয়রা বাংলানিউজকে জানান, বিকেলে রাস্তা পার হচ্ছিলেন আনোয়ারা বেগম। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন বৃদ্ধা। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডা. মুশারাত ইয়াসমিন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।