সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য পতাকা মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
মঙ্গলবার (০৯ মার্চ) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এরপর শাহজাদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর উপজেলা জাসদের সভাপতি শফিকুজ্জামান শফির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন-শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার।
প্রধান আলোচক ছিলেন সিরাজগঞ্জ জাসদের মুক্তিযুদ্ধ গণহত্যা বিষয়ক গবেষক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, শাহজাদপুর পৌর জাসদের সভাপতি অধ্যাপক শাহাবুদ্দিন, জাতীয় যুবজোটের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগাঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিনসহ অনেকে।
১৯৭১ সালের ৯ মার্চ রবীন্দ্র কাছারিবাড়ির ঐতিহাসিক বকুলতলায় হাজার হাজার ছাত্র-জনতার উপস্থিতিতে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়। তৎকালীন শাহজাদপুর সরকারি কলেজের জিএস ও তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহিদুজ্জামান হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ এ পতাকা উত্তোলন করেন। এ দিন সেই পতাকা উত্তোলনের ৫০ বছর পূর্ণ হওয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
এসআই