ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পুত্রবধূ ধর্ষণের মামলায় শ্বশুর কারাগারে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
পুত্রবধূ ধর্ষণের মামলায় শ্বশুর কারাগারে 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মানিক শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  

মঙ্গলবার (৯ মার্চ) সকালে উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে।  

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সোমবার (০৮ মার্চ) রাতে থানায় মামলা করেন পুত্রবধূ। মঙ্গলবার (০৯ মার্চ) সকালে মামলার একমাত্র আসামি মানিককে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

মামলার বরাদ দিয়ে ওসি বলেন, মানিক তার ছেলের স্ত্রীকে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। সোমবার (৮ মার্চ) বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্বশুর মানিক তার পুত্রবধূর মুখে গামছা বেঁধে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় রাতেই মামলা করেন পুত্রবধূ।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।