ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজধানীর খিলক্ষেতে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৪, মার্চ ১০, ২০২১
রাজধানীর খিলক্ষেতে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলক্ষেত টানপাড়ায় সাগর আহমেদ (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার শরীরে ছুরিকাঘারে চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

তবে সে অসুস্থ ছিল বলে দাবি পরিবারের।

মঙ্গলবার (৯ মার্চ) রাত পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাগর ব্রাহ্মণবাড়িয়া বানছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলক্ষেত থানায় জানানো হয়েছে। সাগর কয়েকদিন ধরে অসুস্থ ছিলো ও সোমবার (৮ মার্চ) রাতে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।