বাগেরহাট: বাগেরহাটে ৩৮০ পিস ইয়াবা বড়িসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (০৯ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার সুগন্ধী গ্রামের সুগন্ধী হাফেজিয়া মাদ্রাসার পাশ থেকে তাদের আটক করে র্যাব-৬ খুলনার সদস্যরা।
আটকরা হলেন- বাগেরহাট সদর উপজেলার পাড় কুসাইল গ্রামের মো. জিন্নাত শেখ (৬৩) ও সুগন্ধী গ্রামের মো. শওকত হাওলাদারের ছেলে বায়েজিদ হাসান (২৩)। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহবুব আলমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
আরএ