ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয় জন দগ্ধের ঘটনায় মিশাল (২৮) নামে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন।

নিহতের খালা শাশুড়ি আলেয়া বেগম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মিশাল মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে মারা যান। মিশালের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।

সোমবার (০৮ মার্চ) দিনগত রাতে নারায়ণগঞ্জ ফতুল্লার মাজদাইল বাজার এলাকায় একটি বাড়ির ষষ্ঠ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয় জন দগ্ধ হন। ওই রাতেই তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন বাকি দগ্ধরা হলেন, মিশালের স্ত্রী মিতা (২৪), তাদের মেয়ে আফসানা (৪) ও ছেলে মিনহাজ (১৮ মাস), মিশালের শ্যালক মাহফুজুল ইসলাম (১২) ও আরেক শ্যালক সাব্বির (১৬)।

মিতার ১৪ শতাংশ, আফসানার ১০, মিনহাজের ৫০, মাহফুজুল ইসলামের ৮০ ও সাব্বিরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে মিনহাজ, মাহফুজুল ও সাব্বির আইসিইউতে রয়েছে। বাকি দু’জন এইচডিইউতে রয়েছে।

গ্যাস লাইন লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে দগ্ধদের স্বজনরা জানান।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।