পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় সালাম (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা-মায়ের সঙ্গে দুপুরে নাওয়াপাড়া গ্রামে ইয়াছিন নামে এক জনের বৌভাত খেতে যায় সালাম। দাওয়াত শেষে সন্ধ্যায় বাবা-মার সঙ্গে বাড়ি ফেরার জন্য রাস্তার কাছে যায়। এ সময় সবার অজান্তে শিশুটি রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে ভজনপুরগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর পরই স্থানীয়রা মাইক্রোবাসটিকে জব্দ করলেও চালক পালিয়ে যান।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
এসআরএস