ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে শেষ হলো ৪০০ বছরের মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
জয়পুরহাটে শেষ হলো ৪০০ বছরের মেলা শিবরাত্রি মেলা

জয়পুরহাট: ‘অশুভ শক্তি নাশ ও শুভ শক্তির উদয় হোক’ এ স্লোগানে জয়পুরহাটে শেষ হলো মারোয়ারি সম্প্রদায়ের সবচেয়ে বড় শিবরাত্রি মেলা।  

বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এ মেলা শেষ হয় শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায়।

 

জয়পুরহাট শহর থেকে মাত্র দেড় কিলোমিটার উত্তরে বেল আমলা গ্রামের বারো শিব মন্দির সংলগ্ন ছোট যমুনা নদীর তীরে শিবরাত্রির মেলায় অংশ নেয় দেশ-বিদেশের হাজারো নারী-পুরুষ ভক্তরা। তবে অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় মারোয়ারী সম্প্রদায়ের নারী-পুরুষের উপস্থিতি বেশি।  

এ উপলক্ষে মন্দিরের চার পাশে বসেছে ৪০০ বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। মেলায় মিঠাই-মণ্ডা, খেলনা, পূজা সামগ্রী, তৈজষপত্রসহ হরেক রকমের পসরা সাজিয়ে বসেছে দূর-দূরান্ত থেকে আসা দোকানিরা।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।