সাতক্ষীরা: সফরসূচি অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করবেন।
প্রতিবেশী বন্ধুপ্রতিম রাষ্ট্রের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তাই শ্যামনগরে সাজ সাজ রব পড়েছে।
আর এসব প্রস্তুতি তদারকি করতে ও নিজ চোখে দেখতে শুক্রবার (১২ মার্চ) শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন ও পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন।
তারা প্রয়োজনীয় প্রস্তুতির প্রতিটি ক্ষেত্র তদারকির পাশাপাশি সংশ্লিষ্টদের নিয়ে এক অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেন।
সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে আরও অংশ নেন সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুসাইন সাফায়েত, নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিও লেফটেন্যান্ট কমান্ডার মিল্টন কবীর, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরে বিভাগীয় কমিশনার ইসমাইন হোসেন সাংবাদিকদের বলেন, নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনটি হেলিপ্যাড নির্মাণ, মন্দির সংস্কারসহ সব কাজ চলছে।
বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসআই