ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ডুকে ক্রেতাদের চাপা দিলে ঘটনাস্থলে ফখরুল ইসলাম শাওন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার মুহুরী প্রজেক্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাগাজীর মুহুরী প্রজেক্ট সংলগ্ন এলাকায় একটি দ্রুতগতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চা দোকানে ডুকে পড়ে ক্রেতাদের চাপা দিলে ঘটনাস্থলে শাওনের মৃত্যু হয়। শাওন সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের আক্রাম আলী হাজী বাড়ির মো. আহাছান উল্লাহ মিয়ার ছোট ছেলে ও চট্টগ্রাম বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী।
আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসএইচডি/আরআইএস