ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিখোঁজ হওয়ার ২৭ দিন পর শিশুর মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
নিখোঁজ হওয়ার ২৭ দিন পর শিশুর মরদেহ উদ্ধার  ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরে নিখোঁজ হওয়ার ২৭ দিন পর সেপটিক ট্যাংক থেকে সিমান বাবু (৭) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ মার্চ) দুপুরে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রবার্টসন্সগঞ্জ তাঁতিপাড়ায় নানা বাড়ির পাশে এক নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সিমান লালমনিরহাটের বাসিন্দা রাজমিস্ত্রী বেল্লাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সিমানের বাবা লালমনিরহাটে থাকেন। মা শাপলা খাতুন ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। আর সিমান তার নানা বাড়ি রংপুর নগরীর রবার্টসন্সগঞ্জ তাঁতিপাড়ায় থাকতো। গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সিমান। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ১৫ ফেব্রুয়ারি রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির নানা আব্দুস সালাম।

দীর্ঘ ২৭ দিন পর শনিবার বাড়ির কাজ করতে গিয়ে সকাল ১১টার দিকে শ্রমিকরা সেপটিক ট্যাংকে সিমানের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্র্মীরা। খবর পেয়ে স্থানীয়রাসহ সিমানের নানা তার পরনের কাপড় ও জুতা দেখে মরদেহ শনাক্ত করেন।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় সিমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।