ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বামনায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
বামনায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত

বরগুনা: যাত্রীবাহী বাসের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে বরগুনার বামনা উপজেলার আমতলী গ্রামের দুই কিশোর নিহত হয়েছে।  

শনিবার (১৩ মার্চ) রাত ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- উপজেলার আমতলী গ্রামের হাফেজ আক্তারুজ্জামানের ছেলে মো. নোমান (১৩) ও একই গ্রামের মৃত আবু জাফরের ছেলে আবু হামজা (৯)। এছাড়াও নিহত নোমানের বড় ভাই হাফেজ মো. আইয়ান (১৬) গুরুতর আহত হয়েছে।  

নিহতদের পাবিরাবিক সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে বাড়ি থেকে আইয়ান, নোমান এবং তাদের চাচাতো ভাই আবু হামজা পিরোজপুরের ছারছিনার দরবার শরিফের মাহফিলে যায়। মাহফিল শেষে বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে বরিশালের কাশিপুরে বহনকারী মাহিন্দ্রা গাড়িটি সংযোগ সড়ক থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে উঠতে গেলে বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নোমান ও তার চাচাতো ভাই আইয়ান মারা যায়। গুরুতর আহত অবস্থায় নোমানের বড় ভাই আইয়ানকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজে পাঠায়। এসময় ঘাতক বাসটি পালিয়ে যায়।  

এদিকে একই গ্রামের দুই কিশোরের মৃত্যুতে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
 
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেস চন্দ্র হাওলাদার বলেন, ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাস ও এর চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।