ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে আবার শিশু চুরি, সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
সিরাজগঞ্জে আবার শিশু চুরি, সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আবার শিশু চুরির ঘটনা ঘটেছে। তবে, চুরি হওয়ার সাড়ে তিন ঘণ্টা পরই ছোঁয়ামনি নামে আড়াই মাস বয়সী এ শিশুটিকে উদ্ধার করতে পেরেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

রোববার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে সকালে সদর উপজেলার বহুলী ইউনিয়নের কদমপাল এলাকায় নিজেদের বাড়ি থেকে শিশুটি চুরি হয়। শিশু ছোঁয়ামনি ওই গ্রামের সুলতান শেখের ছেলে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে জানান, সকাল থেকে ছোঁয়ামনি নিখোঁজ ছিল। বিষয়টি পুলিশকে তাৎক্ষণিক জানায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ দ্রুত শিশুটি উদ্ধারে অভিযান শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ভদ্রঘাট বাজার এলাকায় একটি মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার সময় শিশুটিকে উদ্ধার করা হয়।  

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা মাহিম নামে ২৯ দিন বয়সী একটি শিশু চুরি হয়। এর ঠিক চারদিন পর শনিবার (২৭ ফেব্রুয়ারি) হাটিকুমরুল গোলচত্বরের শাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে সামিউল নামে একদিনের একটি নবজাতক চুরি হয়। ওইদিন রাতেই আলোকদিয়া গ্রাম থেকে একটি শিশুকে জীবিত ও অপরটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এর ঠিক আটদিন পর ৬ মার্চ কামারখন্দ উপজেলার বারাকান্দি গ্রাম থেকে আলিফ নামে ২৩ দিন বয়সী আরও একটি শিশু চুরির পাঁচ ঘণ্টা পর উদ্ধার করে পুলিশ। এসব শিশু চুরির ঘটনায় নিঃসন্তান মায়েরাই জড়িত বলে জানিয়েছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।