ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পল্টনে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
পল্টনে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর পল্টনের একটি বাসা থেকে লিজা (৩৩) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, বেলা ১১টার দিকে খবর পেয়ে পল্টন ইস্টার্ন রেইবোর একটি বাসায় যাই। পরে ভবনের ১৫ তলার একটি ফ্ল্যাট থেকে বাথরুমের দরজা ভেঙে কাপড় রাখার স্টানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পাই।

এসআই আরও জানান, লিজা ছয় মাস আগে এক ব্যাংকারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে আসেন। তার বাড়ি সন্দ্বীপ। তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।