বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের চাপায় আছিয়া বেগম (৩৮) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।
আছিয়া বেগম উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা দক্ষিণপাড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
রোববার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর শহরে প্রয়োজনীয় কাজ শেষে আছিয়া বেগম একটি অটোরিকশায় বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তার অটোরিকশাটিকে আরেকটি অটোরিকশা পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান আছিয়া। এসময় ঢাকাগামী দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
ওএইচ/