ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী ওয়াসায় নতুন এমডি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
রাজশাহী ওয়াসায় নতুন এমডি

ঢাকা: রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. জাকির হোসেনকে রাজশাহী ওয়াসায় নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্ট টু ক্যাপাসিটি বিল্ডিং অব বেজার প্রকল্প পরিচালক মো. আলী হাসানকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য করা হয়েছে।

রোববার (১৪ মার্চ) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। একই সঙ্গে আরও পাঁচজন অতিরিক্ত সচিবের দফতর বদল করে আদেশ জারি করা হয়েছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সংযুক্ত অতিরিক্ত সচিব নাজমুল হক খানকে স্বাস্থ্য সেবা বিভাগ, কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব শেখ মো. রেজাউল ইসলামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মুজিবুল হককে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়েছে।

অপর আদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক প্রণব কুমার ভট্টাচার্যকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের পরিচালক (মিশন) করা হয়েছে। এজন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।