ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে যুবকের বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
কোম্পানীগঞ্জে যুবকের বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার
 

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী বলে পরিচিত মাইন উদ্দিন কাঞ্চন ওরফে কসাই কাঞ্চনের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।  

সোমাবার (১৫ মার্চ) দিনগত রাতে কসাই কাঞ্চনের চরকাঁকড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গ্রামের বাড়ি থেকে এ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

কাঞ্চন ওই ওয়ার্ডের মৃত মোস্তফার ছেলে।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। তবে অভিযানে কাঞ্চনকে পাওয়া যায়নি।

ওসি আরও জানান, কাঞ্চন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।