ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মোবাইল ফোনে কথা বলাই জীবনের কাল হলো

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
মোবাইল ফোনে কথা বলাই জীবনের কাল হলো

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে যাত্রীবাহী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন রকিবুল আলম মফিজ (৫০) নামে এক শিক্ষক।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলরুটের মুলাডুলি রেলওয়ে স্টেশন এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

 

শিক্ষক রকিবুল ঈশ্বরদীর পাশ্ববর্তী নাটোরের লালপুর উপজেলার কদমচিলান ইউনিয়নের আক্কাস আলীর ছেলে। তিনি এলাকাই প্রাইভেট শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।  

ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম মালিথা নিহত রকিবুলের পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, রকিবুল পারিবারিক কাজে মুলাডুলি এসেছিলেন। মঙ্গলবার (১৬ মার্চ) সকালে মোবাইল ফোনে কথা বলতে বলতে মুলাডুলি রেলওয়ে লেবেল ক্রসিং গেট অতিক্রম করে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন রকিবুল। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি হুইসেল দিলেও তিনি মোবাইলে কথা বলার কারণে শুনতে পাননি। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ দুপুরে এসে মরদেহটি উদ্ধার করে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহতের পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।