ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হরিণাকুন্ডুতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
হরিণাকুন্ডুতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার আবু সোমা

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আবু সোমাকে (২৩) গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।  

মঙ্গলবার (১৬ মার্চ) ভোর রাতে কুষ্টিয়ার চিথলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু সোমা হরিণাকুন্ডু উপজেলার পৈলানপুর গ্রামের আবু তালেবের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কামাল উদ্দিন জানান, কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আবু সোমা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে অবস্থান করছেন। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি হরিণাকুন্ডু উপজেলার বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাগানে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করে আবু সোমা। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে দুই সহযোগীসহ আবু সোমার নাম উল্লেখ করে হরিণাকুন্ডু থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।