ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শিবালয়ে মাস্ক না পরায় ১৭ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
শিবালয়ে মাস্ক না পরায় ১৭ জনকে জরিমানা

মানিকগঞ্জ: মাস্ক না পরায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী ১৭ জন পথচারীকে নয় হাজার সাতশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত করোনার সংক্রমণ রোধে শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম রুহুল আমিন রিমন।

তিনি বাংলানিউজকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যারা মাস্ক ব্যবহার না করছে তাদের বুঝিয়ে মাস্ক ব্যবহার করতে বলা হচ্ছে এবং যারা এক ভুল বারবার করছে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ করোনার সংক্রমণ রোধে শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় ১৭ জনকে জরিমানা করা হয়েছে।  
এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।