ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মান্দায় অগ্নিকাণ্ডে পুড়লো বসতঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
মান্দায় অগ্নিকাণ্ডে পুড়লো বসতঘর

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় একটি বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৭) দিনগত রাতে উপজেলার গনেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

ক্ষতিগ্রস্ত মিলন প্রামাণিক জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোয়াল ঘরে গরু, ছাগল, হাঁস-মুরগি তুলে রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। এরপর মধ্য রাতের দিকে গোয়ালঘরে আগুন লাগার বিষয়টি টের পাই। মুহুর্তে তা বাড়ির আশপাশে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ১৪টি গরু, ১২টি ছাগল, এক শতাধিক হাঁস-মুরগি, ধান ও চাল, নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

তিনি জানান, স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গ্রামবাসীর সঙ্গে পুলিশ আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।