ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
বরিশালে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

বরিশাল: বরিশালে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস।

বঙ্গবন্ধুর জন্মদিন বুধবার (১৭ মার্চ) সকাল নয়টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন সংগঠন এবং শ্রেণি পেশার মানুষ।

শ্রদ্ধা জানাতে এসে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, জাতির পিতা শিশুদের বেশ ভালোবাসতেন। তিনি জানতেন শিশুরাই আগামী দিনের কাণ্ডারি। আমরাও চাইব বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে বরিশাল নগরীতে শিশুরা যাতে নিরাপদ ভাবে বেড়ে ওঠতে পারে, সে প্রয়াস অব্যাহত রাখতে।

এছাড়াও সকাল দশটায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা নগ‌রের সো‌হেলচত্ত্বরস্থ দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

আর প্রশাসনের উদ্যোগে একই সময়ে বঙ্গবন্ধু উদ্যানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

দিবসটি উপলক্ষে সিটি মেয়র দুস্থদের মধ্যে সহায়তার চেক বিতরণ, চারুকলার আয়োজনে দেয়াল চিত্রাঙ্কন, সাইকেল র‍্যালি, আলোচনা সভা এসব অনুষ্ঠান থাকছে দিনভর।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।