ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আগুনে ঢামেকের আইসিইউ ইউনিটের অধিকাংশ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
আগুনে ঢামেকের আইসিইউ ইউনিটের অধিকাংশ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের কোভিড আইসিইউতে আগুনে অধিকাংশ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।  

বুধবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নতুন ভবনের তৃতীয় তলার আগুন লাগার কক্ষ পরিদর্শন করে এমন চিত্র দেখা গেছে।

 
সরেজমিনে দেখা গেছে, কার্ডিওভাসকুলার সার্জারি ওয়ার্ডে স্থাপিত কোভিড আইসিইউ ইউনিটে বেড রয়েছে ১৪টি। প্রথম দুটি বেড না পুড়লেও বাকি বেডগুলো অধিকাংশই আগুনে পুড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ নম্বর বেড। ধারণা করা হচ্ছে এ বেড থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পুরো কক্ষের সিলিং ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন ধরনের কাঁচ মেঝেতে ছড়িয়ে আছে। জানালা ভেঙে ধোঁয়া বের করার ব্যবস্থা করা হয়েছে। আইসিইউ রোগীদের জন্য ভেন্টিলেটরসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আইসিইউ ইউনিটের কর্মকর্তাদের ডেস্কের বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়েছে। এ সময় কর্মচারীদের পানি দিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত জিনিসপত্র পরিষ্কার করতে দেখা গেছে।  

ঢামেকের সহকারী পরিচালক ডা. মো. আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, আইসিইউ রোগীর জন্য যেসব যন্ত্রপাতি দরকার তার সবই ছিল ইউনিটটিতে। অগ্নিকাণ্ডে আইসিইউ ইউনিটর অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এসকেবি/এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।