ঢাকা: জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ৫৬ লাখ দোকান ও মার্কেট (শপিংমল) বন্ধ রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
বুধবার (১৭ মার্চ) রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, বাগেরহাট, কেরানীগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, যশোর, ফরিদপুর, ময়মনসিংহ, জামালপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ খাবার হোটেল, ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বাদে সব দোকান ও শপিংমল বন্ধ রেখেছে দোকান মালিক সমিতি।
এবিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশেরও জন্ম হতো না। তাই বঙ্গবন্ধু ও বাংলাদেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশকে বাদ দিয়ে যেমন বঙ্গবন্ধুকে চিন্তা করা যায় না, তেমনি বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কথা চিন্তা করা যায় না। জাতির পিতাকে হত্যা করলেও তারা তার আদর্শকে হত্যা করতে পারেনি। আজ বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী আর এবছরই বাংলাদেশের ৫০তম সুবর্ণজয়ন্তী। তাই এদিনটি স্মরণ করে রাখতে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ দোকান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সারা দেশের ৫৬ লাখ দোকান ও মার্কেটগুলোতে (শপিংমল) বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা তিন দিন বিভিন্ন মার্কেটে ১০০ করে মোমবাতি প্রজ্জ্বলন, কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবো। এছাড়া বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তবে সাধারণ মানুষের সুবিধার্থে খাবার হোটেল, ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখা হয়েছে।
এরআগে মঙ্গলবার (১৬ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দোকান মালিক সমিতির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন সন্ধ্যায় সারা দেশের সব মার্কেটে দোয়া ও ১০০ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। একই সঙ্গে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।
উল্লেখ্য, গত ১৩ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালনসহ ১৭ মার্চ বুধবার দেশব্যাপী দোকান ও মার্কেট (শপিংমল) বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
জিসিজি/আরআইএস