ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে তিস্তাসহ অভিন্ন নদীর পানিচুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
তিনি বলেন, তবে আসাম ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরে পানিবণ্টন চুক্তির আশ্বাস দিয়েছে ভারত।
বুধবার (১৭ মার্চ) দুপুর ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ভারত সফর শেষে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
কবির বিন আনোয়ার বলেন, তিস্তানদীর পানিচুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গের সরকারও জড়িত। সেখানে বিধানসভা নির্বাচন চলছে। ভারতের পানি সচিব বলেছেন, নির্বাচন শেষ হলে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে আলোচনা করে সমাধান করা হবে।
এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
টিএম/এএ