খাগড়াছড়ি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিক ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে জেলার দুস্থ, অসহায় ও গৃহহীন ১৭টি পরিবারে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, মং সার্কেল চিফ (রাজা) সাচিং প্রু চৌধুরী, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার মো. আব্দুল আজিজ আনুষ্ঠানিকভাবে জেলা শহরের ১৭ জন পাহাড়ী বাঙালি গৃহহীন পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কমকর্তা, বিভিন্ন বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিক ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলার ৯টি উপজেলায় ১০১টি ঘরের চাবি হস্তান্তর করা হবে। স্থানীয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের ঘরের চাবি হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী, একটি পরিবারও যেন গৃহহীন না থাকে, সে লক্ষ্য অর্জনের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এডি/এফএম