ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ভিক্ষুকদের দেওয়া হলো গরু

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ভিক্ষুকদের দেওয়া হলো গরু

ঠাকুরগাঁও: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শত ভিক্ষুককে পুনর্বাসন কর্মসূচি ভিক্ষুকদের মধ্যে গরুর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও বড়মাঠে শত ভিক্ষুককের মধ্যে গরুর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর আলমস জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

ঠাকুরগাঁও সদর উপজেলা ২১ ইউনিয়নের ভিক্ষুকদের মধ্যে ১০০ গরু ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।