ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়ের নানা আয়োজন

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়ের নানা আয়োজন

পাবনা (ঈশ্বরদী): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উদযাপনের জন্য ১৭ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ণাঢ্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ১৭ মার্চ সমগ্র পাকশী বিভাগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

 

বুধবার (১৭ মার্চ) সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে পাকশি বিভাগীয় রেলওয়ের কার্যালয়ের সামনে পাকশি (ডিআরএম) চত্বরে পাকশি বিভাগীয় রেলওয়ের ভারপ্রাপ্ত (ডিআরএম) আব্দুর রহিমের নেতৃত্বে সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ, অসহায় ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে সকাল সাড়ে ৬টায় রাজশাহী স্টেশনে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এরপর পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহের নেতৃত্বে বনলতা এক্সপ্রেস ট্রেনে ১০০০ যাত্রীকে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।  

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলামের নেতৃত্বে রেলওয়ে বেনাপোল রেলওয়ে স্টেশনে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।  

ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন ট্রেনের যাত্রীদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।  

বিভাগীয় প্রকৌশলী-১ বীরবল মণ্ডলের নেতৃত্বে পাকশী বিভাগের পক্ষে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে ছিন্নমূল শিশুদের নিয়ে নানা কর্মসূচি পালিত হয়।  

খুলনা রেলওয়ে স্টেশনে এরিয়া অপারেটিং ম্যানেজার মো. মজিবুর রহমানের নেতৃত্বে রুপসা ও চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এছাড়াও সকল স্টেশন বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ব্যানার ও লিফলেটে সজ্জিত করা হয়। গুরুত্বপূর্ণ ভবনসমূহে সজ্জা করা হয়।  

এদিকে বিভাগীয় শহরের রেলওয়ে হাসপাতাল গীর্জা ও মন্দিরে অসহায় দুঃস্থদের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।  

মুজিববর্ষের শতবার্ষিকী পূর্তিতে চলতি মাসের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে ঢাকা এবং ভারতের জলপাইগুড়ির মধ্যে একটি যাত্রীবাহী ট্রেন চালু করার প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।