ঢাকা: সদ্য প্রয়াত দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (১৮ মার্চ) ঢাকাসহ সারাদেশে শোক পালনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার (১৭ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, আমাদের প্রিয় নেতা, অনন্য স্বাধীনতা সংগ্রামী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভাষ্যকার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশের বরেণ্য আইনজীবী ও প্রথিতযশা রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ মঙ্গলবার আমাদের ছেড়ে চলে গেছেন। তার মৃত্যুতে বিএনপি বৃহস্পতিবার, ১৮ মার্চ ঢাকাসহ সারাদেশে শোক পালন করবে। এ উপলক্ষে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
রিজভী জানান, ব্যারিস্টার মওদুদের কফিন বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে আসবে। শুক্রবার সকাল ১১টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। এরআগে সকাল ১০টায় হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। এরপর নোয়াখালীতে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মওদুদ আহমদ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এমএইচ/এএ