গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় একটি বাসার সেফটিক ট্যাংক থেকে শান্ত (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মিত্র জানান, বানিয়ারচালা এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থেকে ফুচকা বিক্রি করতেন সাদেক। রোববার (২১ মার্চ) থেকে শান্তকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর তাকে খোঁজাখুজি করতে থাকে তার পরিবার। এক পর্যায়ে সোমবার সকালে ওই এলাকার আফতাব উদ্দিন মুন্সি বাড়ির সেপটিক ট্যাংকে তার মরদেহ দেখে পরিবার ও এলাকার লোকজন। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জয়দেবপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
আরএস/আরবি