সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিজ বাড়ির পাশেই এহতেশামুল হক শাহিন (৪২) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২২ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার হাজিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়। এরপর ভোর ৫টার দিকে স্থানীয় লোকজন তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে গোলাপগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বাংলানিউজকে বলেন, ভোর রাতে ঢাকা থেকে সিলেট শহরে এসে সিএনজি অটোরিকশা যোগে নিজবাড়ি গোলাপগঞ্জে ফিরছিলেন শাহিন। পথিমধ্যে পৌর সদরের ফুলবাড়ি মেইন রোড থেকে বাড়ির সরু রাস্তায় রওয়ানা হলে দুর্বৃত্তরা কলাগাছ ফেলে তাকে বহনকারী সিএনজি অটোরিকশার গতিরোধ করে। এ সময় তার সঙ্গে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতে চাইলে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে বুকে, পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
তিনি বলেন, হত্যাকাণ্ডের নেপথ্যে পূর্ব বিরোধ নয়, ছিনতাই করতে গিয়ে নৃশংস এ ঘটনাটি ঘটিয়েছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তে মাঠে কাজ করছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এনইউ/আরআইএস