ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মোদীর আগমনে কঠোর কর্মসূচিতে যাচ্ছে না হেফাজত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
মোদীর আগমনে কঠোর কর্মসূচিতে যাচ্ছে না হেফাজত ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে।

এ সময় তারা কঠোর কর্মসূচিতে যাচ্ছে না বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

সোমবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার প্রসঙ্গে মামুনুল হক বলেন, ভারতের প্রধানমন্ত্রী না আসার জন্য একটি সংবাদ সম্মেলন কিংবা প্রতিবাদ জানানো অনেক কিছু। তবে এ ইস্যু নিয়ে আমরা কোনো সংঘাতে যাচ্ছি না। এমনকি রাজপথেও আমাদের কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, হেফাজতে ইসলাম কারো এজেন্ডা বাস্তবায়নে কাজ করে না। হেফাজতে ইসলাম দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে। ইসলাম ও দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম গর্জে উঠবে। হেফাজতে ইসলাম দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই কাজ করে।

এ সময় সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ও হেফাজতে ইসলামের ওপর মিথ্যাচারের বিরুদ্ধেও প্রতিবাদ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব। এ সময় আরও উপস্থিত ছিলেন- নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম জিহাদী, অর্থ সম্পাদক মুফতি মুনির হোসাইন কাসেমী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
পিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।