ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে।
সোমবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার প্রসঙ্গে মামুনুল হক বলেন, ভারতের প্রধানমন্ত্রী না আসার জন্য একটি সংবাদ সম্মেলন কিংবা প্রতিবাদ জানানো অনেক কিছু। তবে এ ইস্যু নিয়ে আমরা কোনো সংঘাতে যাচ্ছি না। এমনকি রাজপথেও আমাদের কোনো পরিকল্পনা নেই।
তিনি বলেন, হেফাজতে ইসলাম কারো এজেন্ডা বাস্তবায়নে কাজ করে না। হেফাজতে ইসলাম দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে। ইসলাম ও দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম গর্জে উঠবে। হেফাজতে ইসলাম দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই কাজ করে।
এ সময় সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ও হেফাজতে ইসলামের ওপর মিথ্যাচারের বিরুদ্ধেও প্রতিবাদ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব। এ সময় আরও উপস্থিত ছিলেন- নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম জিহাদী, অর্থ সম্পাদক মুফতি মুনির হোসাইন কাসেমী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
পিএস/আরবি