ঢাকা: দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সোমবার (২২ মার্চ) ডিএসসিসি থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেন, আতিকউল্লাহ খান মাসুদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। রণাঙ্গনের এই মুক্তিযুদ্ধের পরও তার সেই সংগ্রাম অব্যাহত রেখেছিলেন।
ডিএসসিসি মেয়র বলেন, সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তির বিরুদ্ধে তিনি আজন্ম সরব ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের এই সৈনিক মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয় করেছেন। প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। তরুণ প্রজন্ম যুগে যুগে তার সাহসী সম্পাদনার মাঝে অনুপ্রেরণা খুঁজে পাবে। তার বলিষ্ট কর্মকাণ্ডের মাঝেই তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন।
ব্যারিস্টার তাপস মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
আরকেআর/আরআইএস